জলপাইগুড়ি, ২৯ জুলাই: মঙ্গলবার রাতে জলপাইগুড়িতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এইদিন দুই বন্ধুর মধ্যে টাকা নিয়ে বচসা শুরু হওয়ায় গলা টিপে এক বন্ধুকে মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার হল অপর বন্ধু। স্থানীয় সূত্রের নাম, মৃত ওই যুবকের নাম বিশাল রাউত। ঘটনাটি ঘটে জলপাইগুড়ির কিং সাহেব ঘাট এলাকায়।
অভিযুক্ত বিজয় দাসকে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয়দের দাবি, বিজয় দাস নামক যুবক মারধর করছিল বিশালকে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় বিশালকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
জানা যায়, অভিযুক্ত বিজয় দাসকে আজ জলপাইগুড়ির আদালতে পেশ করা হয়েছে।