ফিরোজ হক্, মেটেলী: করোনা পরিস্থিতির দরুণ লকডাউন ঘোষণার ফলে অধিকাংশ স্থানের রাস্তাঘাট প্রায় নির্জন বললেও চলে। তা সত্ত্বেও এমন পরিস্থিতিতে উঠে আসছে একাধিক সড়ক দুর্ঘটনার চিত্র। এমনই এক ঘটনার সাক্ষী থাকল শনিবারের মৌলানি।
এইদিন আনুমানিক ৪ টা ৪৫ নাগাদ মৌলানি গেটে একটি সুপ্রোর সঙ্গে সংঘর্ষ লাগে একটি গ্ল্যামার বাইকের। দুর্ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক। পরবর্তীতে পুলিশ প্রশাসনের উদ্যোগে আহত ব্যক্তিকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।