বিহির আলম, দিনহাটা: দিনহাটা কলেজপাড়া এলাকায় এক বাইক ও চার চাকার মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক চালক। মৃতের নাম বিশাল শর্মা। অন্যদিকে, একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতরা দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ।
জানা যায় ছোট চারচাকা গাড়িটি দিনহাটা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। অন্যদিকে, কোচবিহার থেকে দিনহাটার দিকে যাচ্ছিল বাইকটি। আচমকাই দিনহাটা কলেজ সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর গাড়িটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এদিকে, দুর্ঘটনার খবর শুনেই ছুটে আসেন স্থানীয়রা। এসে পৌঁছয় স্থানীয় দমকল কর্মীরা। আহত পাঁচজনকে উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিশাল শর্মাকে মৃত বলে ঘোষনা করেন।