নিউজপিডিয়া ডেস্ক: কোচবিহারে করোনা আবহের মাঝে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক। ঘটনাটি ঘটেছে, কোচবিহার শহরের রেলগুমটি সংলগ্ন এলাকায়। জানা গেছে, একটি সাইকেল ও বালি বোঝাই ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। দেহটিকে উদ্ধার কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও ওই ট্রাক চালক পলাতক।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম দীপচাঁদ বাসফোর। তিনি কোচবিহার শহরের বেলতলা সংলগ্ন এলাকার বাসিন্দা। কর্মসূত্রে তিনি নিউ কোচবিহার স্টেশনে সাফাই কর্মীর কাজ করতেন।
এবিষয়ে কোচবিহার জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি চন্দন দাস জানিয়েছেন, “রবিবার দুপুরে তিনি নিউ কোচবিহার স্টেশনে থেকে বাড়ির দিকে ফিরছিল। সেই সময় কোচবিহার শহরের রেলগুমটি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও বলেন, মৃত ওই ব্যক্তি ফোনে কথা বলতে বলতে সাইকেল চালাচ্ছিলেন। এবং তিনি সেখানে পড়ে যায়। যদিও গাড়ি চালক ওই দৃশ্য দেখে গাড়ি থামানোর চেষ্টা করলেও গাড়ি থামেনি। আর ওই ব্যক্তি গাড়ির চাকার তলে চলে আসে।”