নিউজপিডিয়া ডেস্ক: কেন্দ্র সরকার বন্দে ভারত মিশনের অধীনে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসার কাজ শুরু করেছে।
পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, মিশনের অধীনে ১ লক্ষ ২৫ হাজার ভারতীয়দের বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে আনা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, ২৩ শে জুন ৬,০৩৭ জন ভারতীয় নাগরিককে বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছিল।
হরদীপ সিং টুইট করে জানিয়েছেন, “বিদেশে আটকে পড়া ও সমস্যায় পড়ে থাকা ভারতীয়দের জন্য বন্দে ভারত মিশন সুখের মিশন হিসেবে রয়ে গেছে। এখন অবধি প্রায় ১ লক্ষ ৫০ হাজার ভারতীয় এর মাধ্যমে ফিরে এসেছেন এবং প্রায় ৪৩ হাজার মানুষকে ভারত থেকে বিভিন্ন দেশে পৌঁছানো হয়েছে। আজ ৬০৩৭ জন বিভিন্ন দেশ থেকে ফিরেছেন।”
Vande Bharat continues to be a mission of hope & happiness for stranded & distressed Indians around the world.
So far nearly 125K Indians have come back on these evacuation flights & nearly 43K have flown out of India.
Today 6037 people returned from different countries. pic.twitter.com/AUaMGMGSqY
— Hardeep Singh Puri (@HardeepSPuri) June 23, 2020
করোনার ভাইরাসের কারণে বিশ্বব্যাপী আন্তর্জাতিক বিমান নিষিদ্ধ করা হয়েছে। করোনার ভাইরাস মহামারীর কারণে বিদেশে আটকা পড়া ভারতীয়দের সরিয়ে নিয়ে আসার জন্য ৭ মে বন্দে ভারত মিশন শুরু হয়েছিল। এই মিশনটি তার তৃতীয় পর্যায়ে রয়েছে। মিশনের তৃতীয় পর্ব ১১ ই জুন থেকে শুরু হয়েছে। এর অধীনে ১৯১ ফিডার বিমানসহ ৫৫০ বিমান পরিচালনা করা হচ্ছে।