নিউজপিডিয়া ডেস্কঃ শুরু হয়েছে প্রথম দফার ভোট। আর এই প্রথম দফাতেই অশান্তি সৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায়। তৃণমূলের তরফে একাধিক অভিযোগও উঠছে বিজেপির বিরুদ্ধে। এই একাধিক অভিযোগ নিয়ে ও বুথের সমস্যা নিয়ে আজ, শনিবার বেলা ১২টায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তৃণমূলের ১০ সাংসদ। তাদের দাবি, যেখানে তৃণমূলের ভোটের ফলাফল যথেষ্ট ভালো হওয়ার কথা সেখানেই ইভিএম মেশিন খারাপ হয়ে আছে। নয়তো ইভিএম মেশিনে কারচুপি করা হচ্ছে। দাঁতনে ইভিএম মেশিন খারাপ হয়ে আছে। কাঁথিতেও তৃণমূলে ভোট দিলে সেই ভোট বিজেপিতে পড়ছে। এই সমস্ত সমস্যা নিয়েই নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তৃণমূল সাংসদরা।
অন্যদিকে ভগবানপুর, পটাশপুর সহ একাধিক জায়গায় বোমাবাজি, তৃণমূল-বিজেপি সংঘর্ষ দেখা দিয়েছে। তৃণমূল ভোট দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ বিজেপির।