নিউজপিডিয়া আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব মহামারি করোনা ভাইরাসের দাপটে সবাই যখন তটস্থ, সেই সময় এক মাইলফলক তৈরি করলো নিউজিল্যান্ড। রবিবার পর্যন্ত ১০০তম দিন পার করলেও হয়নি কোনো নতুন গোষ্ঠী সংক্রমণ। বলাইবাহুল্য, স্বস্তির হাওয়া নিউজিল্যান্ডে।
যদিও স্বাস্থ্য আধিকারিকরা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের সচেতন অবশ্যই থাকতে হবে। এখনও দেশে ২৩ টি পসিটিভ কেস রয়েছে বলে জানান তারা।স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলি ব্লুমফিল্ড বলেছেন, “জনগোষ্ঠীর সংক্রমণ ছাড়াই ১০০ দিন অর্জন করা একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক, যদিও আমরা সবাই জানি, আমরা আত্মতুষ্ট হওয়ার মতো সামর্থ্য রাখি না।”
তিনি আরো বলেন, “আমরা বিদেশে দেখেছি যে ভাইরাসটি কীভাবে পুনরায় উদ্ভূত হতে পারে এবং যে জায়গাগুলিতে এটি আগে নিয়ন্ত্রণে ছিল, সেই জায়গায় ছড়িয়ে পড়তে পারে এবং নিউজিল্যান্ডেও ভবিষ্যতে যে কোনও সংক্রমণ হলে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”
পাঁচ মিলিয়ন জনসংখ্যার অধিকারি নিউজিল্যান্ড গত ১৯ মার্চ সীমান্ত বন্ধ করার পর থেকে করোনা ভাইরাস মোকাবেলার জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
গোষ্ঠী সংক্রমণ কি করে এড়ানো যায় তার উদাহরন দিয়ে, অন্য দেশের কাছে নিউজিল্যান্ডের ভূয়সী প্রশংসা করেছেন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলস্বরূপ, নিউজিল্যান্ড বাসীরা একটি সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছে যেমনটা করোনা সংক্রমণের আগের পরিবেশ ছিল। সুতরাং সামাজিক দূরত্ব ছাড়াই ওখানে অনুষ্ঠান খেলাধুলা হচ্ছে। তবে সীমান্তে কড়াকড়ি রয়েছে। যারাই পৌঁছচ্ছে তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন থাকতে হবে। এবং প্রত্যেক মানুষকে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।