নিউজপিডিয়া ডেস্ক : করোনায় লকডাউনের ফলে অনেকেরই কাজ হারানোর আশঙ্কা ছিল। ইতিমধ্যে অনেকেই কাজ হারিয়েছেনও। এসব অনুভব করে প্রধানমন্ত্রী আর্জি জানিয়েছিলেন, “কাউকে চাকরি থেকে তাড়াবেন না।” কিন্তু বাস্তবে তার বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’ জানিয়েছে, লকডাউন পরবর্তী পরিস্থিতিতে মোট ১১.৪ কোটি চাকরি অবলুপ্ত হয়ে গিয়েছে। তবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোটো ব্যবসায়ী ও খেটে খাওয়া দিনমজুর সম্প্রদায়।
দেশে ২৫ মার্চ লকডাউন জারি হলেও এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। যার কারণে অর্থনীতি তলানিতে এসে ঠেকেছে। মঙ্গলবার পর্যন্ত তথ্যের ভিত্তিতে শুধু মে মাসের প্রথম সপ্তাহেই দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছে ২৭.১% যা এখনও পর্যন্ত সর্বাধিক। এপ্রিলের শেষ সপ্তাহে যেখানে বেকারত্বের হার ছিল ২১.১% এবং তারও পূর্বে ছিল ২৬.২%। পাশাপাশি দেশের শিল্পক্ষেত্রে ১৬.৭% উৎপাদন কমেছে। বিদ্যুৎ শিল্পে কমেছে ৬.৮ শতাংশ।
‘কনজিউমার পিরামিড হাউসহোল্ড সার্ভে’র তথ্যে দেখানো হয়েছে, শুধুমাত্র এপ্রিল মাসেই ১১.৪ কোটি মানুষ তাদের চাকরি বা কাজ হারিয়েছেন। যেখানে মার্চ মাসে কর্মরত অবস্থায় ছিলেন ৩৯.৬ কোটি মানুষ। এপ্রিলে চাকরি হারিয়েছেন ২৯% তবে এখনও চাকরি বা কাজ রয়েছে ২৮.২ কোটি মানুষেরা।
ইতিমধ্যে নতুন নিয়মে চতুর্থ দফায় লকডাউন বৃদ্ধির ইঙ্গিতও মিলেছে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জীবন ও জীবিকা উভয়ই টিকিয়ে রাখার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। সেইসঙ্গে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে কুড়ি লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন।