নিউজপিডিয়া ডেস্ক: বুধবার মধ্যপ্রদেশের পান্না জেলার একটি খনি থেকে ১০.৯৫ ক্যারেটের হীরা পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।
পান্নার হীরা কর্মকর্তা আর কে পান্ডে জানিয়েছেন, “রানীপুর এলাকার খনিটির ইজারা পাওয়া আনন্দিলাল কুশওয়াহা (৩৫) স্থানীয় একটি হীরা অফিসে (হিরা কার্যালয়) একটি ১০.৬৯ ক্যারেটের একটি হীরা জমা করেছেন।”
মিঃ কুশওয়াহা কিছুদিন আগে একটি ৭০ সেন্ট হীরাও জমা করেছিলেন। তিনি বলেন যে জেলায় করোনা ভাইরাসের ফলে চালিত লকডাউন শিথিল হওয়ার পরে এটিই প্রথম বড় হিরে যা খুঁজে পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, এই মূল্যবান পাথর নিলাম করা হবে এবং সরকারী রয়্যালটি ও কর কেটে নেওয়ার পরে অর্থ আমানতকারীকে দেওয়া হবে। যদিও হীরার মূল্য কত তা এখনও নির্ধারণ করা যায়নি তবে স্থানীয় বিশেষজ্ঞরা দাবি করেছেন যে এর মানের ভিত্তিতে এটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।