কোচবিহার, ৭ জুন: কোচবিহার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। রবিবার সকালেই ১৪ জনের আক্রান্ত হওয়ার খবর আসে। পরে ফের কোচবিহারে আরও নতুন করে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন বিকেলে এ খবর জানিয়েছেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। এর কিছুক্ষণ পরেই নতুন করে ১৬ জনের রিপোর্ট পজিটিভ আসে বলে প্রশাসন সূত্রে খবর। এই নিয়ে একদিনেই জেলায় মোট ৫৪ জন আক্রান্ত হলেন। এর পাশাপাশি ভালো খবরও রয়েছে। এদিন জেলার ২৮ জন করোনা মুক্ত হয়েছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
কোচবিহার জেলায় আপাতত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯৭। ৫৯ জন ইতিমধ্যে করোনা মুক্ত হয়েছেন। এই মুহূর্তে জেলায় অ্যাক্টিভ কেস রয়েছে ১৩৮টি। এদিন সকালে আসা রিপোর্টে ১৪ জন আক্রান্তের মধ্যে ১২ জন দিনহাটার বাসিন্দা ও একজন করে কোচবিহার শহর এবং মাথাভাঙ্গা মহকুমার বাসিন্দা রয়েছেন।
কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে কর্মরত এক ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর সকালেই মেলে। সম্প্রতি তিনি ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে এসেছেন। ইতিমধ্যে প্রশাসন তাঁর বাড়ির পার্শ্ববর্তী এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছে। তবে পরের ৪০ জনের বাড়ি কোথায় তা নিয়ে জেলা প্রশাসন এখনও পর্যন্ত কোনো তথ্য জানায়নি।