নিজস্ব সংবাদদাতা, মালবাজার: টানা কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও রবিবার কিছুটা স্বস্তি প্রদান করলেও সোমবার দিনের শেষে নতুন করে করোনা সংক্রমনের খবর পাওয়া গেল সমগ্র মালবাজার মহকুমা এলাকায়। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানাগেছে এদিন মালবাজার পৌর এলাকায় ৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এরা সকলেই শহরের ১,৬,ও ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মালবাজার ব্লকে নতুন করে ৫ জনের শরীরে সংক্রমণের খবর পাওয়া গেছে। এদের মধ্যে লিসরিভার চাবাগানে ১, টুনবাড়ি চাবাগানে ১, ওদলাবাড়িতে ২ ও নিউমাল জংশন স্টেশন এলাকায় ১ জন বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে।
অপরদিকে মালবাজার মহকুমার মেটেলি ব্লকে একই পরিবারের ৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে এদিন। এরা সকলেই চালসা এলাকার বাসিন্দা। এই পরিবারের সদস্যের আগেই সংক্রমণ থাকায় গত ৩১ জুলাই বাকি ৭ সদস্যের লালারস পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল। আজ তাদের রিপোর্ট পজিটিভ আসে।
অপর দিকে নাগরাকাটার প্রাক্তন বিধায়ক জোশেফ মুন্ডার রিপোর্ট নেগেটিভ এসেছে। সংক্রমিতদের চিকিৎসার জন্য জলপাইগুড়ি কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে উপসর্গহীন রোগীদের মেটেলি আইটিআই সেফ হোমে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে।