ফিরোজ হক্, মেটেলী: ১৫ বছরের জন্মদিন উপলক্ষে অনাথ শিশুদের উপহার প্রদান করলো ১৫ বছরের অনিন্দিতা দাস। বুধবার ছিল তার ১৫-তম জন্মদিন। এই জন্মদিনটাকে অন্যরকমভাবে পালন করলো সে। এইদিন সে জন্মদিন উপলক্ষে চালসার গৌরীগাঁও অনাথ আশ্রমের শিশুদের হাতে উপহার তুলে দিল। বই, খাতা, পেন, মিষ্টি, স্যানিটাইজার, মাস্ক সহ একাধিক জিনিস প্রদান করলো শিশুদের। উপহার পেয়ে খুশি হয়েছে অনাথ শিশুরা।

এই প্রসঙ্গে অনিন্দিতা জানিয়েছে, “আমার অনাথ আশ্রমের ভাই-বুনুদের সঙ্গে সময় কাটিয়ে খুব ভালো লেগেছে। আমি প্রত্যেক বছর জন্মদিন এভাবেই পালন করতে চাই।”