সোমনাথ দত্ত, মালবাজার: বৃহস্পতিবার রাতে মালবাজার ব্লকের পর্যটন কেন্দ্র লাটাগুড়ির নতুনপাড়ায় অমল বর্মনের বাড়ির মুরগির ফার্ম থেকে প্রায় 16 ফুট লম্বা একটি কিংকোবরা সাপ উদ্ধার হয়। সাপটিকে উদ্ধার করে ময়নাগুড়ির একটি পরিবেশ প্রেমি সংগঠনের সদস্য নন্দু রায় ও সদস্যরা এবং বনকর্মীরা মিলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় 16 ফিট লম্বা কিংকোবরা সাপটিকে ধরতে সক্ষম হন। প্রসঙ্গত গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার বলেন, প্রাথমিক পর্যবেক্ষণের পর আগামীকাল সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ অমল বাবুর মুর্গির ফার্মে হটাৎ মুরগির চিৎকারে অমল বাবু গিয়ে দেখেন বিশাল এক কিংকোবরা ফনা তুলে বসে আছে। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গরুমারা সাউথ রেঞ্জের বনকর্মীরা। খবর দেওয়া হয় ময়নাগুড়ির পরিবেশ প্রেমী নন্দু রায় ও তাদের সংস্থার সদস্যদের। রাতেই টর্চ জ্বালিয়ে সকলে মিলে ঘন্টা খানেকের চেষ্টায় সাপটিকে উদ্ধার করেন। প্রাথমিক পর্যবেক্ষণের পর সাপটিকে গরুমারা বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে।