জলপাইগুড়ি, ৭ আগস্ট: করোনার কারণে বহুদিন থেকে বন্ধ স্কুল-কলেজ। বিদ্যালয় পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গোখরো সাপের ১৮টি ডিম উদ্ধার হল জলপাইগুড়ির একটি স্কুল থেকে। এই ঘটনায় রিতিমতো আতঙ্কিত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ির কাদোবাড়ি বাসুদেব বালিকা বিদ্যালয়ে। লকডাউনের ফলে বহুদিন স্কুল বন্ধ থাকায় শুক্রবার শিক্ষক-শিক্ষিকারা একত্রিত হয়ে বিদ্যালয়ের বাথরুম, রান্নাঘর পরিষ্কার করতে যায়।
এইদিন তারা রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে ভয় পেয়ে যায়। কারণ সেখানে দেখতে পাওয়া যায় গোখরো সাপের অনেকগুলি ডিম। এর পূর্বেও বিদ্যালয়ের আশেপাশে সাপ দেখা যেত। তবে, এমন ঘটনা ঘটবে ভাবতে পারেনি বিদ্যালয় কতৃপক্ষ।
ঘটনাটি জলপাইগুড়ির সাইন্স অ্যসন্ড নেচার ক্লাবে জানানো হয়েছে। ঘটনাস্থলে এসে সেখানকার কর্মীরা ডিমগুলো উদ্ধার করে নিয়ে যায়। ক্লাবের সদস্য বিশ্বজিৎ দাস ডিমগুলিকে উদ্ধার করে বনদপ্তরে দেবে বলে জানান।