
রবিউল হোসেন: প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে চলছে লকডাউন। এ অবস্থায় অনেকেই বিভিন্ন জায়গায় গিয়ে আটকা পড়ে যান। এবার টানা ২১ দিন গাড়িতে থেকে সচেতনতার নজির গড়লেন কর্ণাটক রাজ্যের রাজকোটের দুই ব্যবসায়ী। গুজরাটের সুপারি বাজারে গিয়ে আটকা পড়েন তারা।
আটকেপড়া দুই ব্যবসায়ী আশিক হুসেন ও মহম্মদ থাকিন জানান, কোথাও কোনো আশ্রয় না পেয়ে শেষ পর্যন্ত তারা তাদের গাড়িটিকেই আবাসস্থল হিসাবে মেনে নেন। আর প্রাকৃতিক ডাকে সাড়া দিতে তারা স্থানীয় একটি রেস্টুরেন্টের দারস্থ হন। কিন্তু এভাবে আর কতদিন থাকা সম্ভব? কারণ লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে। সারাদিন গাড়িতে থাকলেও রান্না করে খাওয়ার রসদ ফুরিয়ে আসে তাদের। এছাড়া এভাবে থাকতে থাকতে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
এ অবস্থায় তারা স্থানীয় প্রশাসনের কাছে তাদের উদ্ধারের আহ্বান জানান। খবর পেয়ে জেলার কমিশনার ভালসাদে থাকার ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দেন। শুধু থাকার জায়গাই নয়, বিনা মূল্যে তারা যেন খাবার পান সেদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়। গত ২০ মার্চ ঐ দুই ব্যবসায়ী বাড়ি থেকে বের হয়ে পরদিন গুজরাটের সুপারি বাজারে আটকা পড়ে যান।