নিউজপিডিয়া ডেস্ক: ছিলো সব্জির গাড়ি,পুলিশ গাড়ি আটক করতেই পরিণত হলো গাঁজার গাড়িতে। সবজির গাড়িতে লুকিয়ে পাচার করার সময় ৮৩ কেজি গাঁজা আটক করল পুলিশ। আজ কোচবিহার জেলার মাথাভাঙা থানার নিশিগঞ্জ এলাকা থেকে ওই গাঁজা আটক করা হয়।ওই ঘটনার জড়িত সন্দেহে গাড়ির চালক সহ দুজনকে আটক করেছে পুলিশ।
মাথাভাঙা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই ব্যাক্তির নাম বাবলু দাস ও চন্দন দাস। এদের বাড়ি বালুরঘাটে। নিশিগঞ্জ সংলগ্ন চান্দামারি এলাকা থেকে একটি পিকাপভ্যানে সবজি বোঝাই করে মাঝে গাঁজার প্যাকেট লুকিয়ে পাচার করা হচ্ছিল। পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে তল্লাশি চালিয়ে ওই গাঁজা উদ্ধার করে।
প্রসঙ্গত, এর আগেও নিশিগঞ্জ এলাকা থেকে একাধিকবার পুলিশ গাঁজা উদ্ধার করেছে। এবং, নিশিগঞ্জ লাগোয়া বিভিন্ন এলাকায় হানা দিয়ে পুলিশ বিঘার পর বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করে দেয়। তারপরেও এত গাঁজা কি করে পাচার হচ্ছে, তা নিয়ে পুলিশ প্রশাসনের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে।