রবিউল হোসেন: পাকিস্থানের শেখুপুরায় বাসের সাথে ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত আরও অনেকে। সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার সেখুপুরায় একটি লেভেল ক্রসিংয়ে শিখ তীর্থযাত্রীবাহী একটি বাসে ধাক্কা মারে ট্রেন। আর তাতেই এই ঘটনা ঘটে।
ঘটনার প্রসঙ্গে জানা যায়, পাকিস্থানের ফারুকাবাদ রেল স্টেশনের কাছে লেভেল ক্রসিং পার করার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসের শিখ ধর্মের যাত্রীরা করাচি থেকে লাহোরে ফিরছিলেন। লেভেল ক্রসিং পার করার সময় প্রচণ্ড গতিতে আসা হুসেন এক্সপ্রেসের সাথে ধাক্কা খায় বাসটির।
পাকিস্থানের সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, ১৫ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আর বাকিরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পাকিস্থান রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রহরীবিহীন ওই লেভেল ক্রসিংয়ে বাসের চালক কোনদিকে লক্ষ্য না করেই পার করতে চেয়েছেন। আর ঠিক সেই সময় দুরন্ত গতিতে ছুটে আসছিল ডাউন হুসেন এক্সপ্রেস। আর তাতেই এই দুর্ঘটনা। তবে পাকিস্থানের রেলমন্ত্রী শেখ রশিদ ও প্রধানমন্ত্রী ইমরান খান দুর্ঘটনায় শোক জ্ঞাপন করে তদন্তের নির্দেশ দিয়েছেন।