নিজস্ব সংবাদদাতা: পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দাবিতে গতকাল দিনহাটায় প্রতীকী অবস্থানে বসে পুলিশের হাতে গ্রেফতার হন ২১ জন বিজেপি নেতকর্মী। এর মধ্যে ৩ জন মহিলাও রয়েছেন বলে জানা যায়। গতকাল দিনহাটার মহকুমা শাসকেরকরণের সামনে প্রতীকী অবস্থানে বসে আন্দোলন করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপরই বাকবিতণ্ডায় জড়িয়ে পরলে পুলিশ তাদের আটক করে এবং লকডাউনে আইন ভঙ্গ করার অপরাধে পুলিশ তাদের গ্রেপ্তার করে। শুধু পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দাবিই নয়, গত ৩ মে শিক্ষিকা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দিনহাটার তৃণমূলের প্রভাবশালী নেতা নূর আলম হোসেনের গ্রেপ্তারের দাবিও করেন বিজেপি নেতকর্মীরা। এ বিষয়ে বিজেপির এক কর্মী জানিয়েছেন, ” পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো এবং নূর আলম হোসেনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আমরা সোশ্যাল ডিসটেন্স মেনেই মহকুমা শাসকেরকরণের সামনে প্রতীকী অবস্থানে বসি কিন্তু পুলিশ এসে আমাদের বাধা দেয়।” ১৮ জন পুরুষ ও ৩ জন মহিলা সহ মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ।
এ বিষয়ে দিনহাটা থানার পুলিশ আধিকারিক জানান লকডাউন চলার ফলে কেন্দ্র ও রাজ্যের বিপর্যয় মোকাবেলা আইন অনুযায়ী বর্তমানে যেকোনো রাজনৈতিক কার্যকলাপ করা নিষিদ্ধ। কিন্তু তারা এই আইন ভেঙে অবস্থানে বসেন তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন।