নিউজপিডিয়া ডেস্ক: করোনার দ্বিতীয় সংক্রমণের জেরে বন্ধ করে দেওয়া হয় গণপরিবহন ব্যবস্থা। তবে কিছু এক্সপ্রেস ট্রেন চলাচল করছিল। কয়েক দিন থেকে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এমতবস্থায় মোট ২৪টি স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন ফের চালু করার কথা জানিয়েছে ইস্টার্ন-সেন্ট্রাল রেলওয়ে। ৫ ও ৬ জুন থেকে ট্রেনগুলো চলাচল করবে। ট্রেনগুলোর বিবরণ দেওয়া হল। সবগুলোই প্যাসেঞ্জার স্পেশাল।
০৫৫৯১/০৫৫৯২ দ্বারভাঙা-হরনগর
০৫৫৭৯ দ্বারভাঙা-ঝনঝরপুর
০৫২৩০/০৫২২৯ সহর্সা-বরহরা কোঠি
০৫২৩৮/০৫২৩৭ বরহরা কোঠি-বনমাঙ্খি
০৩২২৪/০৩২৩৩ রাজগীর-ফতুহা
০৩৬৪১/০৩৬৪২ দীনদয়াল উপাধ্যায় জংশন-দিলদরনগড় জংশন
০৩৬৪৭/০৩৬৪৮ দিলদরনগড়-তরীঘাট
০৩৩৫৬/০৩৩৫৫ গয়া-কিউল
০৩৩৬৮ সোনপুর-কাটিহার
০৩৩১৬ সমস্তিপুর-কাটিহার
০৫২৪৭/০৫২৪৮ সোনপুর-ছাপড়া
অপরদিকে ৬ জুন থেকে নীচের ট্রেনগুলি চালু হবে।
০৫৫৮০ ঝনঝরপুর-দ্বারভাঙা
০৩৩৬৭ কাটিহার-সোনপুর
০৩৩১৫ কাটিহার-সমস্তিপুর