নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: শনিবার জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৩ জনের। বেগুনের জমিতে কাজ করার সময় বৃষ্টি শুরু হলে গভীর নলকূপের একটি ঘরে আশ্রয় নেয় তারা। সেখানেই বাজ পড়ে।
শনিবার বিকেলে মুর্শিদাবাদের সাগরদিঘীর বিশ্বনাথপুরের মোট ৫ জন বেগুন ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন। কাজের মাঝেই হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়। তখন বৃষ্টি থেকে বাঁচতে মাঠেই অবস্থিত গভীর নলকূপ এর একটি ঘরে জমির মালিক সহ মোট ৫ জন আশ্রয় নেয়। দুর্ভাগ্যক্রমে তাদের আশ্রয়স্থলের নিকটেই বাজ পড়ে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় সমর মন্ডল, ভারতী মন্ডল এবং শিবরাত মাহাতো’র। রাজুবালা মন্ডল এবং তেতত্রি মাহাতোকে গুরুতর অবস্থায় সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বজ্রপাতের অপর এক ঘটনায় ভরতপুরে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন কয়েকজন। পথিমধ্যে তাদের ওপর বাজ পড়লে ৩ জনের মৃত্যু হয়। ঝড়বৃষ্টি থামলে স্থানীয় গ্রামবাসীরা মাঠে গিয়ে দেহগুলি উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। নিহতরা হলেন ইমতেয়াজ আলম (১৯), মোতিচাঁদ আলি (৩৭) ও শেফালি শেখ (৫৫)।