নিউজপিডিয়া ডেস্ক, ২০ জুলাইঃ রাজস্থানে ৫ বছরের শিশুকে ধর্ষণ করলো ৩ নাবালক। রবিবার পুলিশ জানিয়েছে, রাজস্থানের বরণ জেলার একটি গ্রামে তিন ছেলে দ্বারা ধর্ষণের শিকার হওয়ার পরে পাঁচ বছরের শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে।
নাহারগড় থানার এসএইচও, দলপত সিং জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় নাহারগড় শহরের টানকি মহল্লায় পাঁচ বছর বয়সী ওই শিস তার বাড়ির বাইরে খেলছিল, তখন পাড়ার তিন নাবালিক ছেলে তাকে ৫ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং পরে তাকে পাশের মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটির পরিবার দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজ করে।
পুলিশ জানান, শিশুটির মা তখন শিশুটিকে তাদের বাড়ির কাছে গোগাছা রোডে কাঁদতে কাঁদতে রক্তক্ত অবস্থায় আসতে দেখে। পরে ওই রাতেই মা ও নাবালিকা কন্যা থানায় এসে অভিযোগ দায়ের করেন বলে জানান তিনি।
সিং জানান, অভিযুক্ত তিনটি ছেলে পলাতক। তাদের খোঁজ চলছে।