বিশেষ সংবাদদাতা, ব্যারাকপুর: বেলঘড়িয়ায় বন্ধ কারখানা থেকে লিক হয়ে বেড়িয়ে পড়া কেমিক্যালে অগ্নিসংযোগের ফলে আগুনে ভস্মীভূত হয়ে যায় ৩’টি ফুটপাতের দোকান।
শনিবার সকালে বেলঘড়িয়ায় দেশপ্রিয়নগরের ওল্ড নিমতা রোডের আগুন লাগার ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ২টি ইঞ্জিন হাজির হয়।
জানা গেছে, এলাকারই একটি বন্ধ কারখানা থেকে সকাল সকাল কেমিক্যাল বের হতে থাকে। কোনও ট্যাঙ্ক লিক হওয়ায় সেই কেমিক্যাল নর্দমা দিয়ে বেরোনোর সময় আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। ফুটপাথের ৩টি দোকান পুড়ে যায় সেই আগুনে।