নিউজপিডিয়া ডেস্ক: আজ প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। করোনা আবহের মাঝে জল্পনা কাটিয়ে অবশেষে প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে বলে সংসদ সূত্রে জানা গিয়েছে। প্রথম স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের ছাত্র অরিত্র পাল(৬৯৪)। তবে এবার প্রথম পাঁচে নেই কোচবিহার। কিন্তু প্রথম দশের তালিকায় একাধিক পরীক্ষার্থী রয়েছে কোচবিহারের।

এবার রাজ্যে সপ্তম হয়েছেন কোচবিহার মণীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের করণ দত্ত(৬৮৬) এবং দিনহাটা গোপালনগর এম এস এস হাই স্কুলের ঋতম বর্মন(৬৮৬)। এছাড়া দশম স্থানে রয়েছে ইন্দিরা দেবী হাই স্কুলের ছাত্রী সম্প্রীতি রায়(৬৮৩)।
