
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: জমিকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিবাদের জেরে ৩০টি পক্ষী জাতীয় প্রাণীর প্রাণ গেল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা ব্লকের দিয়ার ফতেপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ দুই ভাই ডাবলু এবং জাইদুর রহমান এর মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। তা নিয়ে গত সোমবার আবারও ঝামেলা হয়। অভিযোগ বুধবার ডাবলু ভাতে বিষ মিশিয়ে ভাইয়ের মুরগি এবং পাখিকে খেতে দেয়। ফলে ২৫টি মুরগি ও ৫টি পাখির প্রাণ বলি হয়। আরও জানা যায় প্রতিবেশীদেরও নাকি কিছু মুরগি মারা যায়। জাইদুর রহমান জমিতে গাছ লাগাতে গেলে তাকে ধারালো অস্ত্রের ভয় দেখানো হয়। কিছুদিন পূর্বে টিউবওয়েলে বিষ দেওয়ারও অভিযোগ রয়েছে ডাবলুর বিরুদ্ধে।
ফিরোজা বিবি জানিয়েছেন, প্রধানের কাছে নালিশ জানানো হলে তিনি থানা যাওয়ার পরামর্শ দেন। ডাবলু এবং মাজকুরা বিবির নামে কেস করা হয়। তবে পুলিশ এখনও পর্যন্ত আসেনি এবং ঘটনার কোন তদন্ত শুরু হয়নি বলে তার অভিযোগ।