নিউজপিডিয়া ডেস্কঃ গতকালই প্রকাশিত হয়েছে ইউপিএসসি ২০১৯ এর রেসাল্ট। আর তাতে জামিয়া মিলিয়া একাডেমি থেকে উত্তীর্ণ হয়েছে ৩০ জন। জামিয়া মিলিয়া ইসলামিয়ার কোচিং ও প্রশিক্ষণ সেন্টার রেসিডেন্সিয়াল কোচিং একাডেমি বা আরএসি থেকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস ২০১৯ পরীক্ষায় বিভিন্ন পদ ও ইন্টারভিউ এর জন্য ৩০ জনকে সুপারিশ করা হয়েছে।
জামিয়া মিলিয়ার একজন কর্মী জানিয়েছেন, “তাদের মধ্যে ২৫ জন আরসিএ তে থাকতেন এবং বাকি ৫ জন কেন্দ্রের মক ইন্টারভিউ প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। দেশের পাবলিক কোচিং সেন্টার গুলির মধ্যে এটি সবচেয়ে বড়ো নির্বাচিত গ্রুপ”। ৩৯ তম র্যান্ক করা রুচি বিন্দাল আরসিএ এর এই বছরের সেরা পারফর্মার। ৩০ জনের মধ্যে ৬ জন মেয়ে রয়েছে।
জামিয়া মিলিয়া ইসলামিয়া কোচিং রেসিডেন্সিয়াল একাডেমি সিভিল সার্ভিস প্রার্থীদের ফ্রি তেই প্রশিক্ষণ দিয়ে থাকে। তাদের এই ব্যবস্থা সংখ্যালঘু, তফশিলি জাতি ও উপজাতিদের জন্য বরাদ্দ। এমনকি মহিলারাও এই সুবিধা নিতে পারেন। মহিলাদের জন্যও থাকার সুব্যাবস্থা রয়েছে। জামিয়া মিলিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর নাজমা আখতার বলেন, “আগামী বছর আমরা আরো ভালো ফল প্রত্যাশা করছি”।