চোখের আলো প্রকল্পে চিকিৎসা পঞ্চায়েতে
সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের জামালপুরে চোখের আলো প্রকল্পে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতে একটি চক্ষু চিকিৎসার ক্যাম্প করা হয়। এখানে বিভিন্ন মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। পাওয়ার টেস্ট করে বিনা মূল্যে চশমা বিতরণ, চোখে ছানি থাকলে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য দিন দেওয়া হয়। উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল বলেন, রাজ্য সরকারের এই প্রকল্পের ফলে বহু সাধারণ ও অসহায় মানুষ চোখের চিকিৎসা করাতে পারছেন এবং এর জন্য তাদের হাসপাতাল পর্যন্তও যেতে হয়ছে না। নিজের নিজের পঞ্চায়েতে তাঁরা এই পরিষেবা নিতে পারছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা ঋত্বিক ঘোষ বলেন সরকারি প্রকল্পে গোটা ব্লক জুড়েই নানা জায়গায় ক্যাম্প করা হয়। আজ সেই ক্যাম্প জামালপুর ১ নং পঞ্চায়েতে হয়েছে। অনেক অসহায় মানুষ এই চিকিৎসার সুযোগ নিতে পারবে। পঞ্চায়েতে চোখের চিকিৎসার সুযোগ পেয়ে খুশি এলাকার মানুষ।