বিশেষ সংবাদদাতা, ধুপগুড়ি: রবিবার ভোররাতে ধূপগুড়ির খোলাইগ্রামের চৌপথি এলাকায় বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ৩২ জন শ্রমিক। বিহারের ইটভাটায় কর্মরত ৩৫ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে কোচবিহার আসার পথে যাত্রীবোঝায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী। আহত শ্রমিকদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আপাতত ধূপগুড়ি টার্মিনাসে রাখা হয়েছে।
প্রসঙ্গত, লকডাউনের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে দুর্ঘটনার শিকার হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। সম্প্রতি পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশে ২৪ জন, মধ্যপ্রদেশে ৫ জন এবং মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে মালগাড়ির ধাক্কায় ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে।