
নিজস্ব সংবাদদাতা: সরকারি তরফে ২৩ মার্চ থেকে হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ার জন্য পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে আটকে পড়েছিল। সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম মারফত তাদের অসহায়তার নানা ছবি উঠে এসেছিল আমাদের চোখের সামনে। পরিযায়ী শ্রমিকদের ব্রিজের নীচে থেকে দিনযাপন করতেও দেখা গেছে।
কিন্তু গতকাল পরিযায়ী শ্রমিকদের যে মর্মান্তিক দৃশ্যটি আমাদের সামনে উঠে এসেছে তা এর পূর্বে হয়তো আর ঘটেনি। প্রতিবেশী রাজ্য মেঘালয়ে সাত-আটজনের একটি শ্রমিক দল অনাহারে দিনযাপন করতে না পেরে দুশ্চিন্তায় ভেঙে পড়েছিল। দীর্ঘ ২৪ দিন খাদ্যের অভাবে কোনো পথ না পেয়ে বাধ্য হয়ে তারা বিটুমিন ভর্তি একটি ট্রাকে লুকিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বাড়ি পোঁছতে পারেনি তারা। আনুমানিক সাড়ে ৯ ঘটিকায় ট্রাকটি জোয়াই বদরপুর জাতীয় সড়কে লুংসোলুং এলাকায় নিরন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের নাম তাজেল উদ্দিন, শিপন উদ্দিন, গিয়াস উদ্দিন, রেহিম উদ্দিন।
দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে লুংসোলুং এলাকার প্রশাসন। দুর্ঘনায় আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তিদের থেকে জানা যায়, তাদের বাড়ি কাটিগাড়া বিধানসভার কালাইন ও জালালপুর এলাকায়।