নিউজপিডিয়া ডেস্ক: শুক্রবার তিরুপতির মন্দির শহরে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে চারজন মারা গিয়েছে। লকডাউনে সমস্ত দোকান বন্ধ থাকায় মদ না পেয়ে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ফেলে আর তাতেই মৃত্যু হয় চার জনের।
মৃত ব্যক্তিরা হলেন বীরাইয়া, কুমারস্বামী, ভেঙ্কাতরত্নম এবং শ্রিনিবাসুল। প্রত্যেকেই তিরুপতি শহরের স্কেভেনজার্স কলোনিতে অন্তর্ভুক্ত, এসভিআরআর সরকারী জেনারেল হাসপাতালে আত্মহত্যা করেছেন, সেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের স্বজনরা তাদেরকে ভর্তি করেছিল।
তিরুপতি (নগর) পুলিশ সুপার এ রমেশ রেড্ডি বলেছেন,” তাদের পরিবারগুলি আমাদের জানিয়েছিল যে তারা মদ্যপায়ী এবং লকডাউনের কারণে তারা মদ পান করতে না পারায় তারা স্যানিটাইজার পান করেছে। তারা কেবলমাত্র স্যানিটাইজার বা অন্য কিছু পান করেছে কিনা তা নিশ্চিত করার জন্য আমরা ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছি”।
রেড্ডি আরো বলেছেন,” শহরে তিনজন ডিলার স্যানিটাইজর সরবরাহ করে কিন্তু চারজনই একই দোকান থেকে কিনেছে কিনা তার প্রমাণ নেই”।
তিরুপতি পূর্ব পুলিশ ফৌজদারি কার্যবিধি সংবিধানের ১৭৬ নং ধারার (সন্দেহজনক মৃত্যু) অধীনে একটি মামলা দায়ের করেছে। তিরুপতীর ওয়াইএসআর কংগ্রেস দলের বিধায়ক ভুমানা করুণাকর রেড্ডি হাসপাতালে গিয়ে এই চার ক্ষতিগ্রস্থ পরিবারকে আশ্বস্ত করেছেন। এর আগে জুলাইয়ে দু’দিনের মধ্যে প্রকাশম জেলার কুড়িচেদু শহরে অ্যালকোহল-যুক্ত স্যানিটাইজার সেবন করে ১০ জন মারা গিয়েছিলেন।