নিউজপিডিয়া ডেস্ক: করোনার আবহে সাম্প্রতিক সময়ে দেশে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে।রবিবাসরীয় রাত ৮.১৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় সাগর পাড়ের রাজ্য গুজরাটে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির হিসেবে কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৫।
এ দিনের কম্পনের উৎসস্থল ছিল কচ্ছ জেলার রাজকোট শহরের ১২২ কিমি উত্তর-পশ্চিমে ভূস্তর থেকে প্রায় ১০ কিমি গভীরে। তবে ঘটনায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসেবে পাওয়া যায়নি।
কম্পন অনুভূত হওয়ার জেরে লকডাউনেও আতঙ্কে মানুষজন বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। আমদাবাদের প্রহ্লাদ নগরে রাতের রাস্তায় আতঙ্কিত মানুষ ভীড় করে।
উল্লেখ্য শেষ ২ মাসে দেশের রাজধানী এলাকায় প্রায় ১৬টি মৃদু মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র অধিকর্তা বি কে বনসল জানিয়েছেন, দিল্লী ভূমিকম্পপ্রবণ হওয়ায় বিশেষ উদ্বেগের কারণ নেই।