নিউজপিডিয়া ডেস্ক : রবিবার পশ্চিমবঙ্গ
পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মেইনস পরীক্ষা ছিল। এদিন শিলিগুড়িতে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে ধরা পড়লো ৫ জন বিহারের বাসিন্দা। ধৃতদের নাম পবন কুমার, সন্টু কুমার, আসিফ কুমার, ধর্মেন্দ্র কুমার এবং নবীন কুমার।
জানা গিয়েছে, শিলিগুড়ির দেশবন্ধু হিন্দি হাইস্কুলে এদিন পরীক্ষা শুরুর আগে দুই পরীক্ষার্থীর মধ্যে বচসা বাঁধে। অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগ ওঠে। স্কুল কর্তৃপক্ষের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ সমস্ত পরীক্ষার্থীদের তল্লাশি চালিয়ে ৫ জন ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করে। তারা সকলে পাটনার বাসিন্দা। ঘটনার তদন্তে নেমেছে প্রধাননগর থানার পুলিশ।