বুধবার জম্মু ও কাশ্মীরের শোপিয়ান এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে পাঁচ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রবিবারের পর থেকে শোপিয়ানে এটি তৃতীয় অভিযান এবং এ পর্যন্ত ১৪ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “শোপিয়ানের সুগু এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পেয়ে বুধবার সকালে সুরক্ষা বাহিনী একটি তল্লাশি অভিযান শুরু করে। এরপরে জঙ্গিরা তল্লাশি দলের উপর গুলি চালায় এবং পাল্টা গুলি চালালে ৫ জন জঙ্গি নিহত হয়।”
পুলিশ জানিয়েছে যে অভিযানটি “মানবিক পদ্ধতির সাথে” এবং কোনও জামানত বিনষ্ট না করে পরিচালিত হয়েছিল। গত রবিবার ও সোমবারে মোট ৯ জন জঙ্গি নিহত হয়েছে। এরা প্রত্যেকেই হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে।
সোমবার, জম্মু ও কাশ্মীরের পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং বলেছিলেন যে সুরক্ষা বাহিনী গত দুই সপ্তাহে নয়টি অভিযানে ছয় শীর্ষ কমান্ডারসহ ২২ জঙ্গিকে নির্মূল করেছে। তিনি আরও যোগ করেন যে কাশ্মীর অঞ্চলে প্রায় দেড়শ থেকে আড়াইশো এবং জম্মু অঞ্চলে ১২৫ থেকে দেড়শ জঙ্গি লুকিয়ে থাকতে পারে।