
বিহির আলম, কোচবিহার: রুজি রোজগারের টানেই বাড়ি থেকে থাকেন বহুদূরে। কিন্ত লকডাউনের জন্য রোজগার বন্ধ। বাড়ি ফেরার জন্য নেই পর্যাপ্ত কোনো ট্রেন বা বাস। তাই একপ্রকার বাধ্য হয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। নদীয়া থেকে সাইকেল নিয়ে বাড়ির পথে রওনা হওয়া ৫০ জন তাঁত শিল্পীকে আটক করল পুলিশ। আজ সকালে তাদের আলিপুরদুয়ারের ফালাকাটায় আটকে দেওয়া হয়। জানা গেছে, ওই তাঁত শিল্পীদের বাড়ি কোচবিহারের তুফানগঞ্জ এলাকায়।
এদিকে আটকে পড়া তাঁত শিল্পীদের অভিযোগ, পুলিশ তাঁদের আটক করে মিল রোডে একটি বন্ধ দোকানের সামনে আটকে রেখেছে। প্রখর রৌদ্রের মধ্যে রেখে দিয়েছে। কোন রকম খাবার দেওয়া হচ্ছে না। তুফানগঞ্জের নাটাবাড়ি এলাকার বাসিন্দা তাঁত শিল্পী সুজিত দাস জানিয়েছেন, “দীর্ঘপথ না খেয়ে এসেছি। তারপরেও এখানে পুলিশ আটক করার পর কিছুই খেতে দেয় নি। কোয়ারেন্টাইনে পাঠানোরও কোন ব্যবস্থাই করছে না। এভাবে অভুক্ত অবস্থায় প্রখর রোদের মধ্যে আটকে রেখেছে। এই ভাবে থাকলে তো আমরা এমনিতেই অসুস্থ হয় পড়বো।”
জানা গিয়েছে, শনিবার মধ্য রাতে সাইকেল নিয়ে নদীয়া থেকে রওনা হয় জনা পঞ্চাশেক তাঁত শিল্পী। টানা ৫ দিন সাইকেল চালিয়ে ফালাকাটায় এসে পৌঁছায় তারা। রাস্তায় খাবার বলতে সঙ্গে করে নিয়ে আসা কিছু চিড়ে মুড়ি আর জল। সেটাও এক সময় শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত নিজের জেলা কোচবিহারে প্রবেশের মুখে তাঁদের পুলিশ আটকে দেয়।