নিউজপিডিয়া ডেস্ক: লকডাউন পরবর্তী সময়ে বেশ কয়েকটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের নিকটে মোদী নগরে রবিবার বিকেলে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। এছাড়া অনেকের আহত হওয়ার খবর মিলেছে। কারখানাটিতে আতশবাজি তৈরি হত বলে সূত্রের খবর।
স্থানীয়রা জানিয়েছেন, দুপুরের দিকে আচমকাই বিস্ফোরণের শব্দ শোনা যায়। বাইরে বেরোলে কারখানাটির এক অংশে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। তারাই পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেন। কারখানার বড় অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে যান গাজিয়াবাদের জেলাশাসক অজয় শঙ্কর পাণ্ডে। সেখান থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।
প্রাথমিক ভাবে জানা গেছে, কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতদের মধ্যে রয়েছে এক মহিলা ও একটি শিশু।
সূত্রের খবর, লকডাউন পরবর্তী আনলক ২ এ কারখানাটি চালু হয়েছিল। তার ২ দিনের মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। ঘটনা তদন্ত করে দেখা হবে।