নিউজপিডিয়া ডেস্ক: আবারও পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হল পথ দুর্ঘটনায়। ঘটনাটি উত্তরপ্রদেশের। ঘরে ফেরার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মৃ্ত্যু হয়েছে ৬ জনের এবং আহত হয়েছেন ৪ জন।
গতরাতে একদল পরিযায়ী শ্রমিক মুজফ্ফনগর-সাহারানপুর জাতীয় সড়ক ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন। ঘালাউলি চেকপোস্টের নিকটে দ্রুতগতিতে আসা একটি বাস তাঁদের পিষে দেয়। ঘটনাস্থলে মৃ্ত্যু হয় ৬ পরিযায়ী শ্রমিকের। আহত হয়েছেন ৪ জন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, লকডাউনের কারণে তাঁরা পাঞ্জাবে আটকে পড়েছিলেন। লকডাউন বাড়বে এই আশঙ্কায় ওই শ্রমিকরা পঞ্জাব থেকে হেঁটেই বিহারে বাড়ি ফিরছিলেন। সেই সময় মুজফ্ফনগরের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ অজ্ঞাতপরিচয় বাস চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।