সৌমেন সেন: পূর্ব মেদিনীপুরের দীঘা মোহনায় বিশাল আকারের চিল শঙ্কর মাছ পাওয়া গেল, ওজন প্রায় ৭৮০ কিলো । যার বাজার মূল্য কয়েক হাজার টাকা। এই বিশাল আকারের চিল শঙ্কর মাছ দেখতে ভিড় জমায় স্থানীয় মানুষ ও পর্যটক । উপস্থিত পর্যটক এই বিশাল আকারের চিল শঙ্কর মাছের ছবি তুলতে ব্যস্ত।