
মোশাররাফ চৌধুরী: করোনা প্রতিরোধে তৃতীয় দফায় লকডাউন জারি হয়েছে। চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। তৃতীয় দফার লকডাউনে কী কী বিধিনিষেধ মানতে হবে জনসাধারণকে, শুক্রবার এক নির্দেশিকায় তা স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
সেই নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাড়ি থেকে বের হওয়া পুরোপুরি নিষিদ্ধ। তবে ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে অত্যাবশ্যকীয় পণ্য সংগ্রহের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। সেই নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রয়োজনে ১৪৪ ধারায় কারফিউ জারি করা হতে পারে। নিষেধাজ্ঞায় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ৬৫ ঊর্ধ্ব ব্যক্তি, গর্ভবতী নারী, মারণরোগে আক্রান্ত এবং ১০ বছরের কমবয়স্ক শিশুদের বাড়ি থেকে বের হওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেবলমাত্র চিকিৎসা ও অত্যাবশ্যক পণ্য সংগ্রহের ক্ষেত্র ব্যতিরেকে।
কেন্দ্রের নির্দেশিকায় এও বলা হয়েছে, সংক্রমিত জোনে কোন মেডিক্যাল ক্লিনিকও খোলা যাবে না। তবে রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে সামাজিক দূরত্ব বজায় ও অন্যান্য নির্দেশ মেনে চলার শর্তে সেগুলি চালু রাখা যাবে।