নিউজপিডিয়া ডেস্ক, ৩ জুলাইঃ পুলিশের হাতে সচরাচর অপরাধীদের শাস্তি হয়। কিন্তু এবার অপরাধীর গুলিতে নিহত হলেন উত্তরপ্রদেশের ৮ জন পুলিশ কর্মী। আহত হলেন আরও ৭ জন। শুক্রবার সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের কানপুরে।
জানা গিয়েছে, চারটি খুনে অভিযুক্ত এক আসামীকে গ্রেপ্তার করতে উত্তরপ্রদেশের কানপুরে পুলিশ যায়। সেই সময় চারপাশ থেকে ওই আসামী এবং তার সহযোগীরা নির্বিচারে গুলি চালাতে থাকে। আর তাতেই নিহত হন ৮ জন পুলিশ।
ঘটনাটি ঘটেছে রাজ্যের রাজধানী লখনৌ থেকে ১৫০ কিলোমিটার দূরে ডিকরু গ্রামে। এদিন ডিএসপি দিবেন্দ্র কুমার মিশ্র, তিন সাব ইন্সপেক্টর এবং চার কনস্টেবল নিহত হয়েছেন। তবে পুলিশের গুলিতেও দুজন অপরাধী নিহত হয়েছে বলে সূত্রের খবর।
খুন, নারী পাচার, কিডন্যাপ সহ মোট ৬০ টি মামলায় অভিযুক্ত কুখ্যাত আসামী বিকাশ দুবেকে গ্রেপ্তার করতে তিনটি থানার পুলিশ মিলে একটি টিম তৈরি করেছিল। সম্প্রতি আরও একটি খুন করার অপরাধে পুলিশের টিম তাকে খুঁজতে গ্রামে গিয়েছিল। সেখানেই ৮ জন পুলিশ নিহত হন। কানপুর থানার পুলিশের প্রধান দীনেশ কুমার বলেন, “পুলিশের উদ্দেশ্য ছিল অপরাধীকে গ্রেপ্তার করা। কিন্তু ক্রিমিনালরা তিন দিক থেকে পরিকল্পনামাফিক গুলি চালায়”।
ইউপি পুলিশের ডিজিপি এইচ সি অবস্তি এক বিবৃতিতে বলেন, বিকাশ দুবে এবং ওর সহযোগীরা গ্রামে যাওয়ার পথ ব্লক করে রেখেছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিকাশ দুবেকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশ দলগুলির যথাযথ পরিকল্পনার অভাব নিয়ে প্রশ্ন তুলে এই ঘটনার একটি রিপোর্ট চেয়েছেন। ইউপি পুলিশ প্রধানকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।