
মোশাররাফ চৌধুরী: চিকিৎসক মহলের আশঙ্কা বাস্তবে পরিণত হতে চলেছে। এবার আর জি কর এর ৯ চিকিৎসক কে পাঠানো হল কোয়ারান্টাইনে। তাঁদের লালা রসের নমুনা সংগ্রহ করা হয়েছে।
বুধবার আর জি কর মেডিকেল কলেজের সুপার এই সংক্রান্ত একটি চিঠি প্রেরণ করেন রাজারহাটে তৈরি কোয়ারান্টাইন সেন্টার কর্তৃপক্ষকে। চিঠিতে উল্লেখ করা হয়, আর জি কর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এক চিকিৎসক দিন কয়েক আগে এক করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসেন। পরে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। আর ওই ডাক্তারের সংস্পর্শে আসা ওই চিকিৎসকগণকে রাজারহাটের কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হচ্ছে। সেখানে কোয়ারান্টাইন পর্ব সম্পন্ন করে তাঁদের একটি হোটেলে থাকার ব্যবস্থা করা হবে। এর আগে কলকাতায় বেশ কিছু চিকিৎসকের করোনা ধরা পড়ে, এবার নতুন করে নাম জড়ালো আর জি কর হাসপাতালের। তবে এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগ কোনো তথ্য জানায়নি।
এখন চিন্তার বিষয় চিকিৎসকেরাই যদি এই রোগে আক্রান্ত হতে থাকেন, তবে চিকিৎসা পরিষেবা কোন পর্যায়ে যাবে? যদিও একাধিক চিকিৎসক সংগঠন ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি জানিয়েছেন করোনা পরিস্থিতির মোকাবিলার রূপরেখা তৈরী এবং আইসিএমআর এবং হু এর নির্দেশিকা যথাযথ অনুসরণ করার জন্য।