নুর হোসেন,কোচবিহার: কোচবিহার জেলা জুড়ে ক্রমশ বাড়ছে সংক্রমণ, প্রতিদিনই হু হু করে বাড়ছে এই করোনা সংক্রমণের সংখ্যা। গতকালের পর ফের আজ সকালে জেলায় নতুন করে আক্রান্ত ৯ হদিস পাওয়া গেছে। এদের মধ্যে মাথাভাঙার ৬ জন, তুফানগঞ্জে ২ জন ও মেখলিগঞ্জে ১ জন রয়েছেন বলে সূত্রে খবর।
প্রতিদিনই হু হু করে বাড়ছে এই করোনা সংক্রমণের সংখ্যা কোচবিহার জেলা জুড়ে। সংক্রমণ রুখতে জেলা জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে, একদিন পর একদিন। কিন্তু এই লকডাউন হওয়ার পর থেকেই ক্রমশ আরও বেড়ে চলছে এই সংক্রমণ জেলা জুড়ে।
গতকাল প্রথম দফায় ৬৩ জন আক্রান্তের খবর পাওয়া যায়। এরপর গভীর রাতে ৬২ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৮৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৭১ জন এর মধ্যে অ্যাক্টিভ কেস ২৬৮ জন বলে জানা গিয়েছে।