শচীন দাস, ইসলামপুর: স্বপ্ন ছিল ভারতীয় সেনা হওয়ার। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। ভারতীয় সেনায় সুযোগ না মেলায় অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল বছর একুশের এক যুবক। মৃত ওই যুবকের নাম নিরঞ্জন সরকার বাড়ি গোয়ালপোখর থানার পামল হাট এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে ছোটোবেলা থেকেই ভারতীয় সেনা হওয়ার স্বপ্ন ছিল তাই জন পাঁচেক বন্ধু মিলে ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি নিচ্ছিল। তার পর পাঁচ বন্ধু মিলে পরীক্ষা দেয়। কিন্তু সেই পরীক্ষায় চার বন্ধু সিলেক্ট হলেও সিলেক্ট হয়নি নিরঞ্জন সরকার। তার পরেই মানসিক ভাবে ভেঙে পরেন নিরঞ্জন। এরপর বুধবার আত্মহত্যা করার আগে এই সব কথা চিঠিতে লিখে যায় সে। আবার সেই লেখা নিজেই কলম দিয়ে কেটে দেয়। তার পরেই আত্মহত্যা করে নিরঞ্জন।
ভারতীয় সেনাবাহিনীতে সুযোগ না মেলার কারনেই আত্মহত্যা করছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। জলজেন্ত যুবকের মৃত্যুতে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। নিরঞ্জনের মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।