আমিত্ব হোক সর্বজনের প্রিয়
আইরিন পারভীন
মানুষকে উপহাস করার মধ্যে কোন কৃতিত্ব নেই। প্রতিটি মানুষের জীবন এগিয়ে নেওয়ার যে আপ্রাণ প্রচেষ্টা তা সবার কুসুমাস্তীর্ণ নয়। অনেকের জীবনের জার্নিটা যদি প্রকাশ করে উপন্যাস হবে, আর আপনি যদি সেই জার্নিটা অনুভব করেন তবে উপহাস করার প্রশ্নই আসে না। অবশ্য সবার মধ্যে বিবেকবোধ জন্মায় না। প্রতিটি মানুষের আমিত্ব নিয়ে বেঁচে থাকাটা খুব দরকার। কথায় আছে প্রতিদানে সমবেদনার বিকল্প কিছুই নেই, থাকলেও না। তাছাড়া চিরন্তন সত্যে আমিত্ব এড়ানো যায়না।
আমি না হলে কি চলে? আমার আমি ছাড়া কি সম্ভব? আমিত্বহীন কেউ হয় কি?আমিত্ব সবজনেই প্রিয় থেকেও প্রিয়। আমিত্ব শক্তি স্বস্তি দেয়, জীবন- মরণ, সত্য, সাধন, সৃষ্টি, প্রেম-ভালোবাসা, জোয়ার- ভাটা ও বিন্যাস :সবগুলোই ধ্বংসের দুর্দান্ত ক্ষমতা রাখে আমিত্বে ভূষিত ষড়রিপু।
এক সমুদ্র পানিও কিন্তু বিশাল জাহাজকে ডোবাতে পারেনা, যদি না তারা জাহাজের ভেতরে ঢুকতে পারে। একইভাবে চারপাশের মানুষের হাজারো কটুক্তি তোমার কিছুই করতে পারবেনা, যদি না তুমি তাদের গুরুত্ব দাও।
আর তাই নিজেকে আবিস্কার করে, নিজের অস্তিত্বকে জানো, বাপের ঐশ্বর্যকে দিয়ে অন্যকে বিচার করো না।