সোমনাথ দত্ত, মালবাজার: ২০২১ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষন ঠিক না হলেও ইতিমধ্যেই রাজ্যে আসতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর দল। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর থাকবার জন্য তৈরি হচ্ছে রান্নাঘর, খাবারঘর, বাথরুম, টয়লেট এবং থাকছে পানীয় জলের ব্যবস্থা।

প্রসঙ্গত জানা গেছে, মালবাজার ব্লকে প্রথম অবস্থায় ওদলাবাড়ির সুনিল দত্ত স্মৃতি গার্লস স্কুলে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। তার জন্য চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। ১০০ জনের দলটি থাকবে এই স্কুলে। তাদের রান্না ঘর, খাবার ঘর, বাথরুম, টয়লেট ইতিমধ্যেই তৈরির কাজ শুরু হয়েছে প্রশাসনের তরফে। পুলিশ সূত্রে জানা গেছে, ফালাকাটা থেকে এক কোম্পানির এসএসবি বাহিনী আসবে এই স্কুলে। মঙ্গলবার সন্ধ্যায় বা বুধবার সকালেই চলে আসবে কেন্দ্রীয় বাহিনীর দলটি। সুনীল দত্ত গার্লস স্কুলের শিক্ষিকা বুলা রায় বলেন, “ভোটের প্রস্তুতির জন্য আমাদের স্কুল গত শনিবার থেকেই ছুটি হয়ে যায়। কবে স্কুল খুলবে তা জানা নেই। কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানতে পেরেছি। তাদের জন্য অস্থায়ী ভাবে কিচেন, ডাইনিং রুম, টয়লেট, বাথরুম তৈরি হচ্ছে স্কুল প্রাঙ্গনে।