অভিষেক দে, ঘোকসাডাঙ্গা: মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা সংলগ্ন এলাকায় মৃত অবস্থায় একটি ময়ূর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা মৃত অবস্থায় ময়ূরটিকে দেখতে পেয়ে খবর দেয় বনদপ্তরে। ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা মৃত ময়ূরটি উদ্ধার করে নিয়ে যায়।
বন দপ্তর সূত্রে জানা যায়, ময়নাতদন্তের পর জানা যাবে ঠিক কী কারণে মৃত্যু হলো।
স্থানীয় বাসিন্দা টুকু মিয়া সহ স্থানীয়রা জানান হঠাৎ করে একটি ময়ূর উড়ে আসে এলাকায়, হঠাৎ কি কারণে এভাবে পড়ে মারা গেল, তা বুঝে উঠতে পারছিনা। বন দপ্তরে খবর দেওয়া হলে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে ময়ূরের মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। এ ব্যাপারে মাথাভাঙ্গা রেঞ্জের রেঞ্জ অফিসার সজল পাল জানান কি কারণে ময়ূরের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা সম্ভব হবে না।