সোমনাথ দত্ত, মালবাজার: কথিত আছে পরিস্থিতি অনুযায়ী মানুষ তার সাবেকি প্রথার পথ পরিবর্তন করে থাকে। তেমনই এক দৃশ্য সোমবার মালবাজার শহর ও পার্শবর্তী এলাকায় অনুষ্ঠিত রাখীবন্ধন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেখা গেল। রাখীবন্ধন অনুষ্ঠানে বোনেরা ভাইদের হাতে রাখী বাঁধে কিন্তু করোনা আবহে হাতে রাখী নয় মুখে মাস্ক পড়িয়ে ও সাধারণের হাতে মাস্ক বিলি করে অনুষ্ঠান পালন করল মালবাজার পুলিশ ও যুবকল্যান দপ্তর।
এদিন সকাল ১০ টা নাগাদ যুবকল্যান দপ্তর ও মাল পৌরসভা যৌথভাবে রাখীবন্ধন উৎসবে মাস্ক বিতরণ করে। উপস্থিত ছিলেন দীপ্তিময় দাস, পৌর বোর্ডের কো অর্ডিনেটর বিকাশ মোর, সুকদেব দাস, সমর কুমার দাস প্রমুখ। যুবকল্যান দপ্তরের আধিকারিক বলেন, এবার করোনা আবহে সরকারি নির্দেশিকা মেনে ২০০ মাস্ক বিতরণ করা হয়েছে, সাথে সমগ্র এলাকায় সচেতনতার বার্তা প্রেরণ করা হয়েছে।
অপরদিকে সুভাষ মোড় এলাকায় মালবাজার পুলিশের পক্ষ থেকে পথ চলতি মানুষদের মাস্ক পড়িয়ে ও চকলেট দিয়ে রাখীবন্ধন উৎসব পালন করা হয়। নাগরাকাটায় পুলিশের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের মাস্ক পড়িয়ে ও রাখী বেঁধে উৎসব পালন করা হয়, সাথে সকলকেই মিষ্টিমুখ করানো হয়। সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন ওসি সঞ্জু বর্মন। তবে ধর্মীয় রীতিনীতি মেনে অনেকেই বাড়িতে রাখীবন্ধন অনুষ্ঠান পালন করেছেন।