লোকেশ দেবনাথ, নবদ্বীপ: বাগদেবী সরস্বতী পুজোর প্রাক মুহূর্তে ক্ষুদ্র একটি গমের বীজের ওপর দেবী সরস্বতীর প্রতিকৃতি তৈরি করে বাগদেবীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন নদীয়ার নবদ্বীপের এক বাসিন্দা। নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপ নগর শ্রীনগর কলোনি এলাকার বাসিন্দা পেশায় অঙ্কন শিক্ষক গৌতম সাহা। শ্রীনগর কলোনি এলাকায় তাঁর বসতবাড়িটির আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে শিল্পকলার নিদর্শন।
শুধুমাত্র সময় কাটানোর অছিলায় তিন দিনের পরিশ্রমের পর তিনি গমের দানার উপর দেবী সরস্বতীর প্রতিকৃতিটি ফুটিয়ে তুলেছেন বলে জানান গৌতম বাবু। তাঁর এই অনবদ্য শিল্পকলায় স্বাভাবিকভাবেই খুশি গৌতম বাবুর পরিবারের অন্যান্য সদস্যরা।