সোমনাথ দত্ত, মালবাজার: প্রকাশ্য দিবালোকে চিতাবাঘের হামলায় আহত হলেন এক মহিলা চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের নিউগ্লেনকো চা বাগানের মিশন লাইন শ্রমিক বস্তি এলাকায়। আহত মহিলা শ্রমিকের নাম রেশমা খেস(৫০)। বাড়ি মিশন লাইন শ্রমিক বস্তিতে।
জানা গেছে, ওই মহিলা চা শ্রমিক বৃহস্পতিবার দুপুরে ১২টা নাগাদ বাড়ির জন্য চা বাগানের আবাদি এলাকায় পড়ে থাকা জ্বালানি কাঠ সংগ্রহ করছিলেন। সেইসময় আচমকা পাশের ঝোপ থেকে একটি চিতাবাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে। চিতাবাঘের হামলায় ওই মহিলা শ্রমিক জখম হয়। মহিলার চিৎকারে শ্রমিক বস্তি থেকে অন্যান্য শ্রমিকরা ছুটে আসে। সমবেত মানুষ তাড়া করলে চিতাবাঘটি পালিয়ে যায়। পরে চা বাগান থেকে ওই মহিলাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আহত মহিলাটি হাসপাতালেই চিকিৎসাধীন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালবাজার বন্যপ্রাণ স্কোয়ার্ডের কর্মীরা। বন্যপ্রাণ স্কোয়ার্ডের রেঞ্জার দিপেন লামা জানান, “চিতাবাঘের হামলায় ওই মহিলা জখম হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে। সৌভাগ্যক্রমে খুব বেশি আহত হয়নি। আমাদের রেসপন্স টিমের সদস্যরা চিতাবাঘটিকে তাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি বুঝে আমরা ওই এলাকায় খাঁচা পাতব।”