বিশেষ প্রতিনিধি, কলকাতা: সোমবার বিকেল নাগাদ কলকাতার জনবহুল পোলক স্ট্রিটের একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। সেই বাড়িটে আটকে থাকা একজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
জানা গেছে, সোমবার বিকেল ৪.৩০টা নাগাদ হঠাৎই বাড়িটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। কালো ধোঁয়াও বেরোতে দেখেন তারা। স্থানীয়রাই দমকল খবর দেন।
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন হাজির হয়। পরবর্তীতে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করলে আরও ৪টি ইঞ্জিন সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
সূত্রের খবর, জনাকীর্ণ এলাকায় অবস্থিত একাধিক অফিস ও ব্যাঙ্কের শাখা সম্বলিত বাড়িটির দুটি তলে আগুন লাগে। সেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখাও রয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জনাকীর্ণ এলাকায় আগুন দ্রুত পার্শ্ববর্তী বাড়িঘরে ছড়িয়ে না পড়ার ব্যাপারে দমকলকর্মীরা যথেষ্ট তৎপর ছিলেন। প্রায় আড়াই ঘন্টার অক্লান্ত চেষ্টায় আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাড়িটির ক্ষতিগ্রস্ত অংশের শেড ভেঙে পড়ার খবর মিলেছে।
ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দমকলকর্মীদের কাজের প্রশংসাও করেন তিনি। আগুন এখন নিয়ন্ত্রণে বলেও জানিয়েছেন তিনি।