
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আজ সকাল ১০ টা নাগাদ কোচবিহার ১নং ব্লকের মোয়ামারী অঞ্চলের দিগলহাটি ময়নাগুড়ি গ্রামের নুর ইসলামের বাড়িতে এক ভয়াবহ আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে তিনটি ঘর, ঘরের আসবাবপত্র ₹, প্রয়োজনীয় কাগপত্রসহ প্রায় ৫০,০০০ টাকা আগুনে পুড়ে যায়। কোচবিহার থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যাচ্ছে, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।