নিউজপিডিয়া ডেস্ক: রাজনীতিতে নেতাদের দলবদল নতুন কিছু নয়। বিজেপির কিছু নেতা এনসিপি দলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া নেতারা আগামী তিন-চার মাসে পুনরায় এনসিপিতে ফিরে আসবেন বলে দাবি করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ার।
অজিত পাওয়ার শনিবার জানিয়েছেন, ‘বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিসিপি ও কংগ্রেসের নেতাকর্মীদের অনেককেই দলে জায়গা দিয়েছিল বিজেপি। বিজেপিতে যোগ দেওয়া নেতাদের আশা ছিল, বিজেপি ক্ষমতায় আসবে এবং তাঁদের এলাকার উন্নয়নে নিজেদের পরিকল্পনাগুলি সমর্থন পাবে। তবে এখনও তাঁরা তাঁদের এলাকার জন্য কোনও পরিকল্পনা বাস্তবায়ন করাতে না পারায় তাঁরা হতাশ। তাই তাঁরা পুনরায় আগের দলে ফিরে আসতে আগ্রহী।
তিনি আরও বলেছেন, ‘গ্রাম পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ায় কারা কারা দলে যোগ দেবেন সে বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। কিছু নেতা এখনই আমাদের সঙ্গে যোগ দিতে চান। তবে নির্বাচনী আচরণবিধি শেষ হওয়ার পর আমরা তাদের দলে নিব। পুনে, পিম্পরি-চিনচওয়াড এর কিছু গুরুত্বপূর্ণ নেতা শীঘ্রই আমাদের সাথে যোগ দিতে চান।
সম্প্রতি ২৩টি গ্রাম পুনে পৌরসভার অন্তর্ভুক্ত হয়েছে। সেই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে পাওয়ার বলেন, ‘দ্রুত নগরায়ণের জন্যই এমন সিদ্ধান্ত। স্বল্প বাজেটের ফলে গ্রাম পঞ্চায়েতগুলিকে প্রাথমিক সুযোগসুবিধাগুলি সরবরাহ করতে অসুবিধা হওয়ার কারণে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আরও কিছু গ্রামকে অন্তর্ভুক্তি করা হবে।